Begin typing your search above and press return to search.

ত্ৰিপুরায় নির্বাচনী প্ৰচার চালাবেন মোদি,শাহ,সোনিয়া,রাহুল

ত্ৰিপুরায় নির্বাচনী প্ৰচার চালাবেন মোদি,শাহ,সোনিয়া,রাহুল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 March 2019 1:16 PM GMT

আগরতলাঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,বিজেপি সভাপতি অমিত শাহ,কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী আগামি সপ্তাহে ত্ৰিপুরায় নির্বাচনী প্ৰচার চালাবেন। দলীয় সূত্ৰে মঙ্গলবার এখবর জানানো হয়েছে।

ভারতীয় জনতা পার্টির মুখপাত্ৰ নবেন্দু চ্যাটার্জি বলেছেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি গত ৯ ফেব্ৰুয়ারি এখানে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। ওই দিন বেশকটি প্ৰকল্পেরও সূচনা করেছেন মোদি। আগামি ৬ এপ্ৰিল দক্ষিণ ত্ৰিপুরার গোমতি জেলায় এক নির্বাচনী সমাবেশে মোদি ভাষণ দেবেন বলে তিনি জানান।

এদিকে বিজেপি সভাপতি অমিত শাহ ও সাধারণ সম্পাদক রাম মাধবও নির্বাচনী প্ৰচারে রাজ্য সফরে আসছেন। তবে শাহ কবে নাগাদ রাজ্যে প্ৰচার চালাবেন তা এখনও নির্ধারিত হয়নি।

কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী গত ২০ মার্চ পশ্চিম ত্ৰিপুরার খুমালাঙে নির্বাচনী সভা করে গেছেন। ত্ৰিপুরায় আরও কয়েকটি জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা আছে।

ত্ৰিপুরা কংগ্ৰেসের উপ সভাপতি তাপস দে বলেন,ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী,রাজস্থানের উপ মুখ্যমন্ত্ৰী শচিন পাইলট,কংগ্ৰেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্ৰিয়ঙ্কা গান্ধীও রাজ্যে বেশকটি নির্বাচনী সভায় অংশ নিতে পারেন।

এদিকে সিপিআই(এম)সূত্ৰে বলা হয়েছে,রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক সরকার বাম দলের হয়ে প্ৰচারের রাশ ধরবেন। পশ্চিমবঙ্গ,কেরল ও অন্যান্য রাজ্যেও প্ৰচার চালানোর কথা আছে মানিকবাবুর।

রাজ্যের মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গ,অসম,ওড়িশা,কেরল ও অন্যান্য কয়েকটি রাজ্যে বিজেপির পক্ষে প্ৰচার চালাবেন।

ত্ৰিপুরায় লোকসভা আসন রয়েছে দুটি। ১১ এপ্ৰিল পশ্চিম ত্ৰিপুরা লোকসভা আসনে প্ৰথম দফায়ই নির্বাচন অনুষ্ঠিত হবে। পুব ত্ৰিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফায় অর্থাৎ ১৮ এপ্ৰিল ভোট হচ্ছে। ২৩ মে হবে ভোট গণনা।

পশ্চিম ত্ৰিপুরা আসনে মোট ১৮ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ত্ৰিপুরা পুব কেন্দ্ৰের(উপজাতিদের জন্য সংরক্ষিত)নির্বাচনী লড়াইয়ে প্ৰার্থী রয়েছেন ১০ জন।

Next Story
সংবাদ শিরোনাম