আগরতলাঃ কর্নাটকে বিজেপিকে সরকার গড়তে দেওয়ায় এবং ত্ৰিপুরা সরকার কংগ্ৰেসের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার প্ৰতিবাদে বৃহস্পতিবার কংগ্ৰেস সমাবেশ করায় দলের ৩৫০ এর বেশি নেতা,কর্মীকে গ্ৰেপ্তার করা হয়। পশ্চিম ত্ৰিপুরার পুলিশ প্ৰধান অজিত প্ৰতাপ সিং বলেন,বিনা অনুমতিতে সমাবেশের জন্যই এই গ্ৰেপ্তার।
ত্ৰিপুরায় সমাবেশ করায় ৩৫০-এর বেশি কংগ্ৰেসি গ্ৰেপ্তার,পরে মুক্ত

Next Story