ত্ৰয়োদশ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা নতুন ডিরেক্টর মনোনীত অসমের রিমা দাস

গুয়াহাটিঃ অসমের প্ৰখ্যাত চলচ্চিত্ৰ পরিচালক রিমা দাস তাঁর ছবি ‘বুলবুল কেন সিং’ ছবির জন্য আরও একবার ত্ৰয়োদশ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস,২০১৯-এর সেরা নতুন ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন। বুলবুল কেন সিং অসমিয়া ভাষায় লেখা একটা ভারতীয় নাট্য চলচ্চিত্ৰ যা পরিচালনা করেছেন রিমা দাস। ২০১৮-র টরণ্টো আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে সমসাময়িক ওয়ার্ড সিনেমা সেকশনে ছবিটি প্ৰদর্শন করা হয়েছিল। ছবিতে বুলবুল চরিত্ৰটি রূপায়ণ করেছেন অরনালি দাস,বনি চরিত্ৰে রয়েছেন বনিতা ঠাকুরিয়া,সুমনের চরিত্ৰে মনোরঞ্জন দাস এবং রয়েছেন মানবেন্দ্ৰ দাস ও পাকিজা বেগম।
ছবিতে বুলবুলকে এক প্ৰাণবন্ত ও প্ৰাণচঞ্চলা তরুণী হিসেবে দেখানো হয়েছে। বন্ধু বনি ও সুমনের সঙ্গে হইচই করে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা যাবে তাকে। কিন্তু তারুণ্যে ভরপুর এই তিন কিশোর,কিশোরী যখন নিজেদের অস্তিত্ব জাহির করতে উদ্যোগী হয় সে সময়ে সেকেলে কিছু প্ৰথার সঙ্গে তাদের সংঘাত বাঁধে,গ্ৰামবাসীরাই একসময়ে ওই পুরনো প্ৰথাগুলো বেঁধে দিয়েছিলেন সমাজের বুকে।বুলবুল প্ৰথমবার একটি ছেলের প্ৰ্তি আকৃষ্ট হলে তার মা তাকে সঠিক পথে চলতে এবং যথাযথ আচরণে অভ্যস্ত হতে সতর্ক করে দেন। এভাবেই এগিয়ে গেছে চিত্ৰ নাট্যের কাহিনি।
২০১৯-এর ১৬ মার্চ পুরস্কার বিতরণের মূল পর্ব অনুষ্ঠিত হবে। রিমা দাসের ‘বুলবুল কেন সিং’ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবেও অংশ নেবে। এদিকে রিমা দাস নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র তীব্ৰ বিরোধিতা করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন,আমি আমার মাটি ও রাজ্যের মানুষকে ভালবাসি।