দক্ষিণ তুরা কেন্দ্ৰের উপনির্বাচনে বিজয়ী কনরাড সাংমা

দক্ষিণ তুরা কেন্দ্ৰের উপনির্বাচনে বিজয়ী কনরাড সাংমা
Published on

মেঘালয়ের দক্ষিণ তুরা বিধানসভা কেন্দ্ৰের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)হয়ে প্ৰতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। কনরাড তার প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেসের চারলোট ডব্লিউ মোমিনকে ৮৪০০ ভোটের ব্যবধানে পরাস্ত করেন। মুখ্যমন্ত্ৰীর আসন ধরে রাখতে কনরাড সাংমার এই জয়ের প্ৰয়োজন ছিল। ওদিকে রানিকোর বিধানসভা কেন্দ্ৰের উপ নির্বাচনে ইউডিপি প্ৰার্থী পায়াস মারউইন এনপিপি প্ৰার্থী মার্টিন এম ডানগো থেকে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

কনরাডের জয়ের ফলে ৬০ আসনের বিধানসভায় এনপিপি-র সদস্য সংখ্যা কংগ্ৰেসের সমপর্যায়ে অর্থাৎ ২০ জনে দাঁড়াল। কনরাড দক্ষিণ তুরা কেন্দ্ৰে মোট ২২২০০টি ভোটের মধ্যে পেয়েছেন ১৩,৬৫৬টি। সাংমার প্ৰতিদ্বন্দ্বী কংগ্ৰেসের চারলোটের পাতে পড়ে ৮৪২১ ভোট। আজ সকাল ৮ টায় ভোটগণনা শুরু হয়। খবর লেখা অবধি রানিকোরের ফল এখনও ঘোষণা করা হয়নি। ভোটে জেতায় এক টুইটে সাংমা ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। বোন আগাথা সাংমা ওই কেন্দ্ৰে পদত্যাগ করে ভাই কনরাডকে নির্বাচনে লড়ার সু্যোগ করে দিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com