Begin typing your search above and press return to search.

দরং জেলায় ভোট পড়েছে ৭৫ শতাংশ

দরং জেলায় ভোট পড়েছে ৭৫ শতাংশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 April 2019 1:41 PM GMT

মঙ্গলদৈঃ ইভিএম এবং ভিভিপিএটি বিকল হওয়ার দু-একটি ঘটনায় ভোট গ্ৰহণ কিছুটা দেরিতে শুরু হলেও মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰের অধীন দরং জেলায় বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণই ছিল। এই জেলায় ভোট চলাকালে কোনও অপ্ৰীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল ৫টা নির্ধারিত সময়ের মধ্যে মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰে ভোট পড়ে ৭৫ শতাংশ।

মঙ্গলদৈ লোকসভা কেন্দ্ৰের অধীন বিধানসভা কেন্দ্ৰগুলিতে ভোটের হার হচ্ছে নিম্নরূপ কলাইগাঁও ৭৯.০৭ শতাংশ,মঙ্গলদৈ ৭৫.৬ শতাংশ,শিপাঝাড় ৮১.৩ শতাংশ,দলগাঁও ৮৪.৭ শতাংশ,মাজবাট ৭৩ শতাংশ,ওদালগুড়ি ৭৪,পানেরি-৭৫,কমলপুর ৭১.৩৪,রঙিয়া ৬৯.৫৫ এবং নলবাড়ি ৬৫ শতাংশ। মঙ্গলদৈ শহরের ১০ নং ভেবারঘাট এলপি স্কুলে ভোটগ্ৰহণ একঘণ্টা দেরিতে শুরু হয় ইভিএম বিচ্যুতির জন্য। রঙিয়া এবং কমলপুর বিধানসভা কেন্দ্ৰে তুলনামূলকভাবে কম ভোট পড়ে। মঙ্গলদৈ বিজেপি প্ৰার্থী দিলীপ শইকিয়া ও কংগ্ৰেস প্ৰার্থী ভুবনেশ্বর কলিতার গৃহ কেন্দ্ৰ।

Next Story