Begin typing your search above and press return to search.

দরঙে অবৈধ কাঠ চেরাই মেশিন সহ চোরাই কাঠ বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত

দরঙে অবৈধ কাঠ চেরাই মেশিন সহ চোরাই কাঠ বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Oct 2018 10:50 AM GMT

দরং জেলায় বন মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদপত্ৰে ধারাবাহিক প্ৰতিবেদন প্ৰকাশিত হওয়ার পর টনক নড়েছে মঙ্গলদৈর বনকর্তা ও কর্মচারীদের। উত্তর কামরূপ বন ডিভিশনের ডিএফও চন্দন বরার তৎপরতায় মঙ্গলদৈর সহকারী খণ্ড বন আধিকারিক আয়েজ আলির নেতৃত্বে যাওয়া একটি দল গত দুদিন জেলায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ কাঠ চেরাই মেশিন এবং চোরাই কাঠ বোঝাই একটি ট্ৰাক বাজেয়াপ্ত করতে সফল হয়। জেলা বন বিভাগের এক সূত্ৰ থেকে জানা গেছে,জেলার হলৌচৌকার গরিয়াপাড়া গ্ৰাম থেকে একটি,দলগাঁওয়ের দৈপামর থেকে একটি,শিলবড়ির কপাটি গ্ৰাম থেকে দুটি,বাটাবাড়ি থেকে একটি এবং ভকত পাড়ার পিনবাড়ি থেকে একটি কাঠ চেরাই মেশিন বাজেয়াপ্ত করা হয়।

মঙ্গলদৈয়ের খণ্ড বন অফিসার খগেন ভড়ালির কাছ থেকে জানা গেছে,বন আইন অনু্যায়ী ১ লক্ষ ৪ হাজার ১৮ টাকা জরিমানা সহ মোট ৯,৩৬,১৬২ টাকা রাজস্ব শুধু বালির ট্ৰাক থেকে সংগ্ৰহ করা সম্ভব হয়েছে। অন্যদিকে দুটো ট্ৰ্যাক্টর থেকে ১০০,২৫৮ টাকা করে মোট ২০০,৫১৬ টাকা জরিমানা সংগ্ৰহ করা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম