দরঙে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্ৰশাসনের উচ্ছেদ অভিযান

দরঙে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্ৰশাসনের উচ্ছেদ অভিযান
Published on

মঙ্গলদৈঃ অবৈধ দখলদারদের বিরুদ্ধে দরং জেলা প্ৰশাসন কঠোর ব্যবস্থা গ্ৰহণ করেছে। শুক্ৰবার প্ৰশাসন মঙ্গলদৈ কমার্স কলেজ চত্বরের কাছে অবৈধ ভাবে দখল করে রাখা সরকারি জমি মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়। এদিন জেসিবি ও শ্ৰমিকদের সাহা্য্যে মোট ২৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভি্যানের সময় এটা প্ৰকাশ্যে এসেছে যে ন্যস্ত স্বার্থানেষীদের একটা গোষ্ঠী অবাধে সরকারি জমি কব্জা করে আসাম টাইপের পাকা বাড়ি নির্মাণ করেছে। এই বাড়িগুলিতে তারা ভারাটে বসিয়ে রেখেছিল। তবে উচ্ছেদ চলাকালে উছেদিত পরিবারগুলির কোনও সদস্যকে কোনওরকম প্ৰতিবাদ জানাতে দেখা যায়নি।

উচ্ছেদ অভি্যান সফলভাবে পরিচালনা করতে অতিরিক্ত জেলাশাসক হরিপ্ৰসাদ বরাকে সাহা্য্য করেন অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার)সত্যজিৎ নাথ এবং মঙ্গলদৈ রাজস্ব সার্কলের সার্কল অফিসার দীপশিখা শইকিয়া।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com