Begin typing your search above and press return to search.
দরঙ্গা ট্ৰেড সেণ্টার ভারত-ভুটান সম্পর্ক আরও জোরদার করবেঃ সোনোয়াল

গুয়াহাটিঃ অসম ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার লক্ষ্যে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বুধবার বাকসা জেলার তামুলপুরের দরঙ্গায় ভারত-ভুটান সীমান্ত বাণিজ্য কেন্দ্ৰটি উদ্বোধন করেন। এই বাণিজ্য কেন্দ্ৰটি উদ্বোধন হওয়ার ফলে অসম ও ভুটানের মধ্যে ব্যবসা বাণিজ্য ফুলেফেপে উঠবে।
অসম ও ভুটানের মধ্যে নটি গেট দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য চলছিল,কিন্তু কেন্দ্ৰটি স্থাপিত হওয়ায় বাণিজ্যিক পরিধি এক নতুন উচ্চতায় পৌঁছবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন,কেন্দ্ৰটি স্থাপিত হওয়ায় ভারত-ভুটানের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। রাজ্যের বিশেষ করে বাকসা ও ওদালগুড়ি,চিরাং ও কোকরাঝাড়ের মানুষের দাবির প্ৰতি সাড়া দিয়েই এই বাণিজ্য কেন্দ্ৰটি খোলা হয়েছে। মুখ্যমন্ত্ৰী বলেন,সীমান্ত বাণিজ্য কেন্দ্ৰটি স্থাপন করা সম্ভব হয়েছে চারটি জেলার মানুষ সরকারকে সহযোগিতা করায়।
Next Story