মঙ্গলদৈঃ বিশেষ সূত্ৰ পাওয়া এক খবরের ভিত্তিতে অভিযানে নেমে দরং পুলিশ গন্ডার চোরাশিকারে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি তাজা গুলিসহ দুটি ৩০৩ রাইফেলস,একটি সাইলেন্সার পাইপ,ম্যাগজিন সহ একটি ৯ এমএম কার্বাইন। অস্ত্ৰ ও গোলাবারুদগুলি মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। সূত্ৰটি জানায়,ধৃতদের দুজন নাগাল্যান্ডের। এরা দলগাঁও থানা এলাকার কাছোমারি সোনারি গ্ৰামে ঘাঁটি গেড়েছিল। ধৃতরা হলো নুর হুসেন ওরফে লেনগ্ৰা,আবুল হুসেন,ড্যানিয়েল এপথোসি ও আলবো কিপা।
Begin typing your search above and press return to search.