
গুয়াহাটিঃ বহুজন সমাজ পার্টির সুপ্ৰিমো মায়াবতী প্ৰাক্তন এমএলএ মুকুল উপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছেন। তবে বহিষ্কৃত সদস্য উপাধ্যায় পাল্টা আভিযোগ করে বলেছেন,মায়াবতীর দাবি অনু্যায়ী ৫ কোটি টাকা দিতে না পারায় তাকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য,সাদাবাদ বিধানসভা কেন্দ্ৰের বিএসপি বিধায়ক রামবীরের ভাই মুকুল।
বহিষ্কৃত প্ৰাক্তন এমএলএ মুকুল অভিযোগ করেন,মায়াবতী দুর্নীতিগ্ৰস্ত এবং তার কাছে ৫ কোটি টাকার মোটা অংক দাবি করেছেন। আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতার জন্য দলীয় টিকিট দেওয়ার বিনিময়ে মায়াবতী ওই মোটা টাকা দাবি করেছেন বলে মুকুল অভিযোগ করেন। মুকুল আরও বলেন,‘২০১৯-এ আলিগড় লোকসভা কেন্দ্ৰ থেকে লড়ার জন্য মায়াবতী আমাকে টিকিট দিতে রাজি হয়েছিলেন এবং এরপরই আমার কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন’। ওদিকে বিএসপি সুপ্ৰিমের দাবি দলবিরোধী কার্যকলাপের জন্যই মুকুলকে তিনি বহিষ্কার করেছেন।