দলীয় সদস্য পদ খুইয়ে মায়াবতীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মুকুল উপাধ্যায়ের

দলীয় সদস্য পদ খুইয়ে মায়াবতীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মুকুল উপাধ্যায়ের
Published on

গুয়াহাটিঃ বহুজন সমাজ পার্টির সুপ্ৰিমো মায়াবতী প্ৰাক্তন এমএলএ মুকুল উপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছেন। তবে বহিষ্কৃত সদস্য উপাধ্যায় পাল্টা আভিযোগ করে বলেছেন,মায়াবতীর দাবি অনু্যায়ী ৫ কোটি টাকা দিতে না পারায় তাকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য,সাদাবাদ বিধানসভা কেন্দ্ৰের বিএসপি বিধায়ক রামবীরের ভাই মুকুল।

বহিষ্কৃত প্ৰাক্তন এমএলএ মুকুল অভিযোগ করেন,মায়াবতী দুর্নীতিগ্ৰস্ত এবং তার কাছে ৫ কোটি টাকার মোটা অংক দাবি করেছেন। আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতার জন্য দলীয় টিকিট দেওয়ার বিনিময়ে মায়াবতী ওই মোটা টাকা দাবি করেছেন বলে মুকুল অভিযোগ করেন। মুকুল আরও বলেন,‘২০১৯-এ আলিগড় লোকসভা কেন্দ্ৰ থেকে লড়ার জন্য মায়াবতী আমাকে টিকিট দিতে রাজি হয়েছিলেন এবং এরপরই আমার কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন’। ওদিকে বিএসপি সুপ্ৰিমের দাবি দলবিরোধী কার্যকলাপের জন্যই মুকুলকে তিনি বহিষ্কার করেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com