দাম কমছে ৩৩টি নিত্যপ্ৰয়োজনীয় পণ্যেরঃ (জিএসটি) কাউন্সিলের প্ৰস্তাব

দাম কমছে ৩৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের। শনিবার জিএসটি কাউন্সিলের ৩১তম সভায় এই ৩৩টি পণ্যের উপর থেকে পণ্যপরিষেবা কর (জিএসটি) কমানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানা গিয়েছে।সভার প্রস্তাব মতো মোট ৩৩টি পণ্যের উপর জিএসটি কমছে। এর মধ্যে ৭টি পণ্যের জিএসটি ২৮-১৮শতাংশে নামিয়ে নিয়ে আসার প্রস্তাব পাশ হয়।
বাকি ২৬টি পণ্যের উপর থেকে ৬ শতাংশ জিএসটি কমিয়ে সেগুলির উপর পণ্যপরিষেবা কর ১৮-১২ শতাংশ নামিয়ে নিয়ে আসার প্রস্তাবও পাশ হয়েছে।ইতিমধ্যেই কাউন্সিলের বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিএসটি কমানোর ঘোষণায় শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক কাজিয়া। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, কাউন্সিলের বৈঠকে পাশ হওয়ার আগেই কী ভাবে প্রধানমন্ত্রী কর কমার ঘোষণা করে দিতে পারেন? একই সঙ্গে কংগ্রেস দাবি করে, এর পর আর জিএসটি কাউন্সিলের কোনো গুরুত্বই থাকে না।তবে জানা গিয়েছে, সিমেন্ট, ক্যামেরা, অটোমোবাইল, বাসনমাজার সাবান-সহ একাধিক পণ্যে জিএসটির হার কমতে পারে।অন্য দিকে ২৮ শতাংশ হারে জিএসটি লাগু রয়েছে বাতান্বিত পানীয়, সিগারেট, বিড়ি, তামাকজাত দ্রব্য, পান মশলা, ধূমপানের পাইপ, রিভলবার, পিস্তল, লটারির টিকিট প্রভৃতির উপর। ওই সমস্ত পণ্যের কোনগুলির উপর জিএসটির হার কমছে, তা জানা যাবে খুব শীঘ্রই।