
জয়সাগরঃ শিবসাগরে দিখৌ নদীতে মারুতি সুইফট ডিজায়ার সমেত ডুবে যাওয়া হরেন বরার পরিবারের খোঁজে রাজ্য সরকারের তৎপরতায় নদীর বুকে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। উল্লেখ্য,গুয়াহাটির বেলতলার বাসিন্দা বরা,তার স্ত্ৰী ও দুই কন্যা ৮৬ বছরের বৃদ্ধা মাকে দেখতে শিবসাগরে গ্ৰামের পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় বরার গাড়িটি নিয়ন্ত্ৰণ হারিয়ে পথ থেকে ছিটকে দিখৌ নদীতে পড়ে যায়। ঘটনার সময় বরার বৃদ্ধা মা,স্ত্ৰী এবং কন্যারাও ছিল।
দিখৌমুখ এলাকার দিচিয়াল গ্ৰামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কার্যালয়ের সঙ্গে কথা বলেছেন। সোনোয়াল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এনডিএমএ)এবং ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছেন প্ৰতিরক্ষা মন্ত্ৰকের কাছে। নদীতে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাজ্য সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। রবিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হলেও দিখৌর প্ৰবল স্ৰোতের জন্য উদ্ধারকারীরা এখনও কোনও সাফল্য পাননি। সেনা,আধা সেনা,এনডিআরএফ,এসডিআরএফ সহ মোট ১০০ জন তল্লাশি অভিযানে লেগে আছেন।