
গুয়াহাটিঃ কর্নাটকের জনপ্ৰিয় সংগীত শিল্পী টিএম কৃষ্ণ-এর আগামি শনিবার দিল্লিতে অনুষ্ঠেয় সংগীতানুষ্ঠান স্থগিত রেখেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া(এএআই)এবং স্পিক ম্যাকে। এই ইভেন্ট আয়োজনের মূল উদ্যোক্তা এএআই ও স্পিক ম্যাকে। সংগীত শিল্পীকে নিয়ে টুইটারে প্ৰচারিত এক খবরের প্ৰতিক্ৰিয়াস্বরূপ উদ্যোক্তারা হঠাৎ প্ৰস্তাবিত সংগীতানুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই টুইটে সংগীত শিল্পী কৃষ্ণ-র বিরুদ্ধে কিছু নেতিবাচক খবর প্ৰচার করা হয়েছে। সংগীত শিল্পীকে ‘রাষ্ট্ৰ বিরোধী’,‘মোদি বিরোধী’ এবং ‘আরবেন নকশাল’ ইত্যাদি আখ্যা দিয়ে ওই টুইটটি প্ৰচার করা হয়েছে।
টুইটের নেতিবাচক প্ৰচারের জন্য অনুষ্ঠান স্থগিত রাখার কথা অবশ্য অস্বীকার করেছে এএআই। এক পাল্টা টুইটে মঙ্গলবার এএআই বলেছে,কিছু জরুরি কাজের জন্য ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠেয় কৃষ্ণ-র অনুষ্ঠান স্থগিত রাখতে হয়েছে। তবে এএআই এবং স্পিক ম্যাকে অনুষ্ঠানের পরবর্তী দিন শিগগিরই ঘোষণা করবে। অনুষ্ঠান স্থগিত রাখার জন্য উদ্যোক্তারা দুঃখও প্ৰকাশ করেছে। অনুষ্ঠানের সহ উদ্যোক্তা স্পিক ম্যাকে এক টুইটে জানিয়েছে অনুষ্ঠান ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।