দিল্লির নির্বাচনী প্ৰার্থীদের মধ্যে ধনী গৌতম গম্ভীর

দিল্লির নির্বাচনী প্ৰার্থীদের মধ্যে ধনী গৌতম গম্ভীর
Published on

নয়াদিল্লিঃ ক্ৰিকেটার থেকে রাজনীতির অঙ্গনে আসা গৌতম গম্ভীরের বার্ষিক আয় ১২ কোটি টাকারও বেশি। দিল্লিতে লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতাকারী প্ৰার্থীদের মধ্যে গম্ভীর হচ্ছেন সবচেয়ে বিত্তশালী। বিজেপি পুব দিল্লি কেন্দ্ৰে গম্ভীরকে প্ৰার্থী করেছে। গম্ভীর লড়ছেন আম আদমি পার্টির(আপ)প্ৰার্থী আতিসির বিরুদ্ধে। ২০১৭-১৮-র ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে গম্ভীর তাঁর আয়ের পরিমাণ ১২.৪ কোটি টাকা দেখিয়েছেন।

দিল্লির উত্তর-পশ্চিম কেন্দ্ৰে সংগীত জগৎ থেকে রাজনীতিতে আসা বিজেপির হন্স রাজ হনস বার্ষিক আয় দেখিয়েছেন ৯.২৯ লক্ষ টাকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com