
গুয়াহাটিঃ দিল্লির বাওয়ানা ইন্ডাস্ট্ৰিয়েল এলাকার একটি ফ্যাক্টরিতে এক ভয়ঙ্কর আগুন লাগে। আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিধ্বংসী আগুনে ফ্যাক্টরির প্ৰচুর ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মোট ২২টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কি করে ফ্যাক্টরিতে আগুন লাগলো তা এখনও জানা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকায় এক হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হতে দেখা গেছে।