Begin typing your search above and press return to search.

দিশপুরের কাছে পর্যটনের বিস্তারিত তথ্য চাইল বিশ্ব ব্যাংক

দিশপুরের কাছে পর্যটনের বিস্তারিত তথ্য চাইল বিশ্ব ব্যাংক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Aug 2018 9:17 AM GMT

গুয়াহাটিঃ অসমের পর্যটন ব্যবস্থার উন্নয়নে বিশ্ব ব্যাংক মঙ্গলবার দিশপুরকে এই আশ্বাস দিয়েছে যে তারা রাজ্যের পর্যটন সম্ভাবনা খতিয়ে দেখে তা চাঙ্গা করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। মঙ্গলবার গুয়াহাটিতে পর্যটন মন্ত্ৰী চন্দন ব্ৰহ্মের সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের একটি প্ৰতিনিধিদল ওই আশ্বাস দিয়েছে। বিশ্ব ব্যাংকের দলটির প্ৰতিনিধিত্বে ছিলেন ব্যাংকের বরিষ্ঠ কর্মকর্তা এলবার্ট সোল এবং সৌজন্য কৃষ্ণ। তাঁরা ব্ৰহ্মকে বলেছেন,বিভিন্ন স্কিমের ক্ষেত্ৰে তহবিল বরাদ্দ করার আগে পর্যটনের ক্ষেত্ৰে থাকা বিভিন্ন সমস্যা,স্থান নিরূপণ ও পর্যটন সম্ভাবনার দিক সম্পর্কে একটা উপযুক্ত ডাটা ও তথ্যাদি তাদের হাতে চাই।

বৈঠকে বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা আরও বলেছেন,পর্যটন বিভাগের একটা বড়সড় বিশেষজ্ঞ দল নিয়ে ব্যাংকের প্ৰতিনিধিরা অসম ভ্ৰমণ করবেন এবং নিয়োগ সম্ভাবনার বিষয়টিও খতিয়ে দেখবেন। ব্যাংকের প্ৰতিনিধি দলটি এক মাসের মধ্যেই অসম সফর করতে পারে। দলটি রাজ্য সফর করলে রাজ্যের পরিবেশ পরিস্থিতি অধ্যয়নেও সহায়ক হবে। বিশ্ব ব্যাংকের দলটি রাজ্য সরকারের প্ৰায় ৮০০ কোটি টাকার ইকো-ট্যুরিজমের প্ৰস্তাবটিও খতিয়ে দেখেছে। এই প্ৰস্তাবটি চলতি বছরের ফেব্ৰুয়ারিতে ডোনার মন্ত্ৰকের কাছে পেশ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া। বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

Next Story