দীপাবলিতে আতশবাজি পোড়ানোর সময় রাত ৮ থেকে ১০টা বেঁধে দিল সুপ্ৰিমকোর্ট
আসন্ন দীপাবলিতে আতশবাজি পোড়ানো যাবে কি না সে ব্যাপারে সুপ্ৰিমকোর্ট আজ তার রায় দিয়েছে। বাজি পোড়ানো সম্পর্কে এই নতুন রায়ে শীর্ষ আদালত বলেছে,জনগণ দিওয়ালিতে পটকা,বাজি অবশ্যই পোড়াতে পারবেন তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানোর সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত।
বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এ কে শিকরিকে নিয়ে গঠিত বেঞ্চ এক রায়ে দিওয়ালির দিন রাত ৮ থেকে ১০ টার মধ্যে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেয়।
সর্বোচ্চ আদালত আতশবাজি বিক্ৰির ওপরও কিছু বিধিনিষেধ চাপিয়েছে। বেঞ্চ বলেছে,কম শব্দের আতশবাজি বাজারে বিক্ৰি করা যাবে। লাইসেন্সপ্ৰাপ্ত ব্যবসায়ীরা সেগুলি বিক্ৰি করতে পারবেন। ফ্লিপকার্ট এবং আমাজন-এর মতো ই-কমার্স ওয়েবসাইটগুলিকে এবার আতশবাজি বিক্ৰির অনুমতি দেওয়া হয়নি। বেঞ্চ আরও বলেছে,ই-কমার্স ওয়েবসাইটগুলি ওই নির্দেশ অমান্য করলে তাদের ওপর আদালত অবমাননার দায় চাপানো হবে। নির্দেশে সুপ্ৰিমকোর্ট জনগণের উদ্দেশে বলেছে,তারা শুধু ‘গ্ৰিন ক্ৰ্যাকার’ কেনা,বিক্ৰি বা উৎপাদন করতে পারবেন। সারা দেশেই এই নির্দেশ প্ৰযোজ্য হবে। উল্লেখ্য,বায়ু দূষণ ঠেকাতেই এবছর শীর্ষ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।