চেন্নাইঃ সরকারি ও বেসরকারি ব্যাংকের ১০ লাখেরও বেশি কর্মী ৩০মে থেকে দুদিনের ব্যাংক ধর্মঘটে নেমেছে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন(আইবিএ)আগে ২ শতাংশ বেতন বৃদ্ধি করলেও উন্নত কোনও প্ৰস্তাব তারা রাখেনি। এআইবিইএ নেতারা একথা জানান। নটি ইউনিয়নের ছত্ৰ সংগঠন ইউএফবিইউ এই ধর্মঘট ডেকেছে।
Begin typing your search above and press return to search.