গুয়াহাটিঃ অসম পুলিশের দুর্নীতি বিরোধী শাখা চিরাঙের অবসরপ্ৰাপ্ত জেলাশাসক বিনোদ কুমার ডেকাকে শুক্ৰবার গ্ৰেপ্তার করেছে ঘুষ সংক্ৰান্ত মামলায় জড়িত থাকার অভিযোগে। দিশপুর থানার অধীন বরবরির চম্পা বসুমতারি ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ডেকার বিরুদ্ধে এসিবি থানায় একটি এফআইআর দাখিল করেছিলেন। ১৭ সালের ৩১ মার্চ একটি কাজের ওয়র্ক অর্ডার বাবদ বিল মঞ্জুরির জন্য ডেকা ওই টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে ডেকা চিরাঙের জেলাশাসক পদে বহাল ছিলেন।
চম্পা বসুমতারি তাঁর অভি্যোগের স্বপক্ষে ভিডিও ফুটেজও তুলে ধরেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সাক্ষ্যপ্ৰমাণ,বিশেষজ্ঞদের রিপোর্ট ও প্ৰাথমিক তদন্তের ভিত্তিতে ডেকার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সত্য বলে উল্লেখ করা হয়েছে-জানানো হয় এক বিবৃতিতে। আজ ডেকাকে বিশেষ আদালতে তোলার কথা।