দুর্নীতির দায়ে নওয়াজ শরিফের ১০ বছরের জেল

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফের ১০ বছরের জেল
Published on

ইসলামবাদঃ পাকিস্তানের একটি বিশেষ আদালত শুক্ৰবার প্ৰাক্তন পাক প্ৰধানমন্ত্ৰী নওয়াজ শরিফের ১০ বছর কারাবাসের সাজা ঘোষণা করে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি গড়া ও দুর্নীতির অভিযোগে এই রায় দেয় আদালত। শরিফ তনয়া মরিয়ন নওয়াজের সাজা শুনিয়েছে আদালত। ঘুষ নেওয়া,বিদেশে বহু কোটি টাকার সম্পত্তি কেনার অভিযোগে শরিফের পুত্ৰ-কন্যার বিরুদ্ধে ওই সাজা শোনায় বিশেষ আদালত। এই রায়ের ফলে আসন্ন সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লিগ(এন)বড়রকমের ধাক্কা খেল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com