Begin typing your search above and press return to search.

দেরগাওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সিকেবি কলেজের তিন অধ্যাপক

দেরগাওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সিকেবি কলেজের তিন অধ্যাপক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jan 2019 1:13 PM GMT

যোরহাট/গোলাঘাটঃ গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাকোডুঙ্গায় বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন অধ্যাপকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও একজন মারা যান যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে(জেএমসিএইচ)।নিহত তিনজন একই কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার বিবরণে প্ৰকাশ,যোরহাট জেলার টিয়ক স্থিত চন্দ্ৰকমল বেজবরুয়া কলেজের(সিকেবি)শিক্ষকদের একটি দল গোলাঘাট জেলার সরুপথারে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের যুব উৎসবে যোগ দিতে গিয়েছিলেন।

কলেজের চারজন শিক্ষক কেশব হাজরিকা,রঞ্জিৎ শইকিয়া,জিন্টু ফুকন ও নরেন শইকিয়া এই দলে ছিলেন। সরুপথার থেকে ওই রাতে একটি স্করপিওতে(নং এএস০৩এম৮১৭৬)ফেরার সময় রাত ১১.৩০ নাগাদ দেরগাঁওয়ের কাকোডুঙ্গায় তাদের গাড়ির সঙ্গে একটি ট্যাংকারের(নং এএস০৫বি ০৫৭৩)মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় কেশব হাজরিকা ও রঞ্জিৎ শইকিয়া ঘটনাস্থলেই প্ৰাণ হারান। জিন্টু ফুকন ও নরেন শইকিয়াকে সংকটজনক অবস্থায় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে জিন্টু ফুকনের মৃত্যু হয় হাসপাতালে। নরেন শইকিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কেশব হাজরিকা ও রঞ্জিৎ শইকিয়ার মৃতদেহ নিয়ে আসা হয় গোলাঘাট শহিদ কুশল কোঁয়র সিভিল হাসপাতালে মরণোত্তর পরীক্ষার জন্য। পরে তিন শিক্ষকের নিথর দেহ চন্দ্ৰকমল বেজবরুয়া কলেজে নিয়ে আসা হলেও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছাত্ৰ ছাত্ৰী থেকে সমাজের সবস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন। কলেজ প্ৰাঙ্গণে মৃত শিক্ষকদের প্ৰতি সবাই অন্তিম শ্ৰদ্ধা জানায় চোখের জলে। মৃতদের প্ৰতি অন্তিম শ্ৰদ্ধা জানান যোরহাটের বিধায়ক এবং অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী,বোকাখাতের বিধায়ক এবং অগপ সভাপতি অতুল বরা,যোরহাটের সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা,টিয়কের বিধায়ক রেণুপমা রাজখোয়া,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং তিতাবরের বিধায়ক তরুণ গগৈ,অখিল ভারত কংগ্ৰেস কমিটির সাধারণ সম্পাদক রানা গোস্বামী এবং বিভিন্ন ছাত্ৰ সংগঠনের সদস্যরা।

Next Story
সংবাদ শিরোনাম