দেশবাসীর আজ চৌকিদারেরই প্ৰয়োজনঃ মোদি

নয়াদিল্লিঃ আসন্ন লোকসভা নির্বাচনে জয় সম্পর্কে আস্থার সুরই ব্যক্ত করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। একই সঙ্গে তিনি বলেন,রাজারাজরা নয়,দেশবাসীর আজ প্ৰয়োজন চৌকিদারের। গায়ে ইউনিফর্ম জড়ালেই চৌকিদারের অস্তিত্ব বোঝায় না। আসনে এই শব্দটার আড়ালে একটা দুর্দমীয় গতি বা ভাবাবেগ রয়েছে। ‘আজ দেশবাসীর এমন চৌকিদারের প্ৰয়োজন যিনি দেশের আপামর মানুষকে সর্বক্ষণ নিরাপত্তা দিতে অতন্দ্ৰ প্ৰহরীর ভূমিকা পালন করবেন’-বলেন মোদি।
রবিবার দিল্লির তালকোটরা স্টেটিয়ামে বিজেপির ‘ম্যায় ভি চৌকিদার’ সম্মেলনে উপস্থিত থেকে দেশের সব চৌকিদারের দরবারে এমনই বার্তা দিলেন প্ৰধানমন্ত্ৰী। এদিনের সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন পেশায় চৌকিদার। উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ও মুখ্যমন্ত্ৰীরাও।
উপস্থিত দর্শক,‘শ্ৰোতাদের সামনে বলিষ্ঠ কণ্ঠে মোদি বলেন,২০১৪ সালের সাধারণ নির্বাচনে মানুষ আমার ওপর আস্থা রেখে দেশ রক্ষার দায়িত্ব আমার কাঁধে সঁপেছিলেন। সেদিন থেকে আমি দেশের প্ৰতিটি প্ৰান্তে ছুটে যাচ্ছি। আমি জনগণকে বলেছিলাম,দিল্লির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অর্থ হচ্ছে আপনারা একজন চৌকিদারের ওপর আস্থা রেখেছেন। ওই দায়িত্ব বহন করে মানুষের আস্থার প্ৰতি সম্মান জানাতে আমি অক্লান্ত পরিশ্ৰম করে চলেছি’-বলেন প্ৰধানমন্ত্ৰী। মোদি আরও বলেন,‘দেশের মানুষ আরও একবার দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে তুলে দিতে চাইছেন। আজ দেশের মানুষ রাজা চাইছেন না,চাইছেন একজন চৌকিদারকে’। ‘যদি কোনও শিক্ষক তার কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে ছাত্ৰের ভবিষ্যৎ তো সুরক্ষিত হবেই। যদি কোনও পুলিশ কর্মী নিজের কর্তব্য ঠিকঠাক পালন করেন তাহলে সমস্যার সমাধানও হবে চটজলদি। রাজরাজারার কথা বলে মোদি আসলে কংগ্ৰেসের পরিবারতান্ত্ৰিক রাজনীতির প্ৰতিই কটাক্ষ করেছেন। তিনি বলেন,দুর্নীতি পরায়ণ লোকেদের হাত থেকে দেশ বাঁচাতে তাঁকে নিরন্তর চৌকিদারের ভূমিকা পালন করতে হচ্ছে। অথচ কিছু ন্যস্তস্বার্থান্বেষী লোক চৌকিদার শব্দের অপমান করে তাদের ইমেজকে ক্ষুণ্ণ করতে চাইছে।
মোদির ভাষায় চৌকিদার শুধু ইউনিফর্ম পরিহিত কোনও লোকের কাজকে বোঝায় না। এই শব্দের অর্থ হচ্ছে ভাবাবেগ বা স্পিরিট।
বিরোধীদের জোট গঠনের প্ৰয়াসকেও এদিন বিঁধতে ছড়েননি মোদি। তিনি বলেন,জোট ক্ষমতায় এলে,প্ৰধানমন্ত্ৰী বদল হবে ঘন ঘন।
পাকিস্তান,বালাকোট প্ৰসঙ্গও মোদির ভাষণে উঠে আসে। তিনি বলেন,বালাকোটে সন্ত্ৰাসী ঘাটিতে বায়ু সেনার বিমান হানার সমর্থনে যখন সারা দেশ সোচ্চার হয়েছে সে সময় কিছু বিরোধী শক্তি বায়ুসেনার বীর গাঁথাকে নিয়ে সন্দেহের সৃষ্টি করেছেন।
মোদি বলেন,ভোট নয়,আমার কাছে দেশ সবার আগে। বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলে আসলে আমার বিরোধিতা করছেন-বলেন মোদি।