দেশের অন্য রাজ্যে এনআরসি নবায়ন হচ্ছে না : সরকার

দেশের অন্য রাজ্যে এনআরসি নবায়ন হচ্ছে না : সরকার
Published on

জাতীয় নাগরিকপঞ্জি নবায়নকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নানা বিতর্ক চলছে। এমনকি দীর্ঘদিন ধরে এরাজ্যে বসবাস করা মানুষকে এরমাধ্যমে বিদেশি সাজানোর চক্রান্ত চলছে। কিন্তু এই নাগরিকপঞ্জির গুরুত্বটা কতদূর ,সেটা সরকারের জবাবেই বোজা যায়। হ্যাঁ,অসম ছাড়া দেশের কোনো রাজ্যে আগামীদিনে এন আর সি নবায়ন হচ্ছে না। একথা সাফ জানিয়ে দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রক। এখনই দেশের অন্য কোনো রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ কথা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার লোকসভায় এনআরসি সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির বলেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করার প্রক্রিয়া ‘এখন’ শুধুমাত্র অসমেই সীমাবদ্ধ থাকবে। ‘আপাতত’ ভারতের কোনো রাজ্যে এই প্রকল্পের কাজ প্রসারিত করা হবে না।তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি জানতে চেয়েছিলেন, অসম ছাড়া ভারতের আর কোনো রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকল্পের কাজ শুরু করা হবে কি না। তৃণমূল এমপির ওই প্রশ্নের জবাবেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই কথা জানিয়ে দেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com