দেশে অ্যাপস ব্যবহারকারীদের বার্তা পাঠানো সীমিত করছে হোয়াটস অ্যাপ

দেশে অ্যাপস ব্যবহারকারীদের বার্তা পাঠানো সীমিত করছে হোয়াটস অ্যাপ
Published on

দেশে গণপিটুনির ঘটনার বিরুদ্ধে প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণে কেন্দ্ৰের তথ্য ও প্ৰযুক্তি মন্ত্ৰকের তরফে সাহায্য চাওয়ার প্ৰেক্ষিতে ম্যাসেজিং অ্যাপস হোয়াটস অ্যাপ দেশে সব অ্যাপ ব্যবহারকারীদের উদ্দেশে বার্তা পাঠানো সীমিত করার ব্যবস্থা নিচ্ছে। ভারত হোয়াটস অ্যাপের বৃহত্তম বাজার। এদেশে প্ৰায় ২০০ মিলিয়ন মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটস অ্যাপের মাধ্যমে গুজব বার্তা ছড়ানোর জন্য দেশে সাম্প্ৰতিককালে বেশকটি গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরই তথ্য মন্ত্ৰক হোয়াটস অ্যাপকে প্ৰতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com