
গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের প্ৰবেশদ্বারের মুকুট ইতিমধ্যেই মহানগরী গুয়াহাটির মাথায় উঠেছে। এই মুকুটে আরও একটা পালক সংযোজিত হলো দেশের শীর্ষ স্থানীয় ১১১টি শহরের মধ্যে গুয়াহাটি ৮৫তম স্থান পাওয়ায়। আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্ৰক ভারতের শহরগুলির শাসন ব্যবস্থা সামাজিক,অর্থনৈতিক ও আকৃতি পরিকাঠামোর দিকগুলি খতিয়ে দেখার পর এই রেংকিঙের কথা প্ৰকাশ করে। মোট ১০০ নম্বরের মধ্যে গুয়াহাটি পেয়েছে ২৯.৩।
আবাসন ও নগরায়ন মন্ত্ৰকের প্ৰকাশিত এক রিপোর্টে পুনে,নাভি মুম্বই ও বৃহত্তর মুম্বইকে ভারতের অত্যন্ত বসবাস উপযোগী স্থান হিসেবে উল্লেখ করেছে। ১১১টি শীর্ষ শহরের মধ্যে রাজধানী দিল্লির স্থান ৬৫তম।