গোলাঘাটঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল দেশের স্বার্থে জীবন বিসর্জন দেওয়া মহান স্বাধীনতা সংগ্ৰামীদের আদর্শ অনুসরণ করে নিষ্ঠা ও প্ৰতিশ্ৰুতির সঙ্গে দেশ গড়ার কাজে অবদান রাখতে যুবকদের প্ৰতি আহ্বান জানান। শুক্ৰবার গোলাঘাট জেলার সরুপথারে শহিদ কুশল কোঁয়রের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই আহ্বান জানান সোনোয়াল। কুশল কোঁয়রের স্মরণে পদুমনিতে একটি পার্ক নির্মাণের কথা ঘোষণা করেন তিনি।
Begin typing your search above and press return to search.