দৈগ্ৰাং বালি মহল কেলেংকারি,গোলাঘাটের রেঞ্জার উমেশ চন্দ্ৰ দত্ত গ্ৰেপ্তার

দৈগ্ৰাং বালি মহল কেলেংকারি,গোলাঘাটের রেঞ্জার উমেশ চন্দ্ৰ দত্ত গ্ৰেপ্তার
Published on

গুয়াহাটিঃ তদন্ত বুরোর(অর্থনৈতিক অপরাধ)শাখার(বিআই ইও)কর্মীরা গোলাঘাটের ডেপুটি রেঞ্জার উমেশ চন্দ্ৰ দত্তকে মঙ্গলবার গুয়াহাটি আইএসবিটি থেকে গ্ৰেপ্তার করেছে। দত্ত দৈগ্ৰাং বালি মহল কেলেংকারিতে অভিযুক্ত। চলতি বছরের এপ্ৰিল মাস থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন। এই কেলেংকারির অভিযোগে দত্ত সহ এপর্যন্ত ৯ জনকে গ্ৰেপ্তার করা সম্ভব হলো। কেলেংকারিতে অভিযুক্ত আরও একজন গোলাঘাটের এসিএফ প্ৰফুল্লচন্দ্ৰ লহকর এখনও ফেরার।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com