
ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত পথটি ক্ৰমেই কিলার হাইওয়েতে পরিণত হচ্ছে। বুধবার মাঝরাতে এই পথে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্ৰাণ হারালেন দুই বাইক আরোহী। বাকসা জেলার তামুলপুর থানার অধীন গান্ধীবাড়ি পুলিশ চৌকি এলাকার দ্বারকুচিতে রাত প্ৰায় ১১টা নাগাদ এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উত্তর গান্ধীবাড়ি গ্ৰামের নারায়ণ পাটোয়ারির ছেলে বিনোদ পাটোয়ারি এবং রঙিয়ার অজিত দাসের পুত্ৰ গৌতম দাসের ঘটনাস্থলেই মৃত্যু হয়। রঙিয়া অভিমুখী দ্ৰুতবেগি ডাম্পার ও তামুলপুর অভিমুখী পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই নিহত হন দুই বাইক আরোহী যুবক। সংঘর্ষের ফলে বাইকটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুটো মৃতদেহ দীর্ঘ সময় পথের ওপর পড়েছিল।
এদিকে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়। ভারত-ভুটান আন্তর্জাতিক সড়কে ভারী যানবাহন চালকের দৌরাত্ম্যে প্ৰায়ই এধরনের দুর্ঘটনায় প্ৰাণ হানির ঘটনা ঘটছে বলে স্থানীয় মানুষ অভি্যোগ করেছেন। পুলিশ উন্মত্ত চালকদের নিয়ন্ত্ৰণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে ঘটনাস্থলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে গান্ধীবাড়ি পুলিশ অকুস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্ৰণ করে এবং মৃতদেহগুলো সমঝে নেয়।