গুয়াহাটিঃ রাজ্যে দশটি জেলায় দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্ৰ দাখিলের পালা শেষ হচ্ছে আজ। এই দশ জেলায় দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ধার্য হয়েছে আগামি ৯ ডিসেম্বর। দশটি জেলার ১৬৯টি জেলা পরিষদ কেন্দ্ৰ,৮৯৫টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য,৮৯৫টি গ্ৰাম পরিষদ সভাপতি এবং ৮,৯৫০ গ্ৰাম পরিষদ সদস্য পদে মনোনয়ন দাখিল করা হবে।
এদিকে প্ৰথম দফার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্ৰত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ১৯ নভেম্বর। মনোনয়নপত্ৰ প্ৰত্যাহারের পর আগামি ৫ ডিসেম্বরে অনুষ্ঠেয় প্ৰথম দফার পঞ্চায়েত নির্বাচনে কতজন প্ৰার্থী লড়াইয়ের আসরে থাকছেন তা পরিষ্কার হয়ে যাবে।
ওদিকে দ্বিতীয় দফার গ্ৰামীণ নির্বাচনের জন্য কংগ্ৰেস রবিবার তাদের জেলা পরিষদ প্ৰার্থী তালিকা প্ৰকাশ করেছে।