ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একদিবসীয় আন্তর্জাতিক ক্ৰিকেটে ১০ হাজার রান সংগ্ৰহ করেছেন। এই সম্মানজনক মাইলস্টোন অর্জন করার সঙ্গে সঙ্গে বিশ্বে ঝড়ের গতিতে ১০ হাজার ক্লাবে অন্তর্ভুক্ত খেলোয়াড়ের তালিকায় নাম লেখালেন বিরাট। কোহলির ১০ হাজার ক্লাবে প্ৰবেশের জন্য প্ৰয়োজন ছিল ৮১ রানের। সাম্প্ৰতিক সময়ে বিশ্ব ক্ৰিকেটের সেরা খেলোয়াড় আজ বিশাখাপট্টনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিবসীয় ম্যাচে এই রান তুলে দ্ৰুতগতিতে ১০ হাজার ক্লাবে প্ৰবেশের ছাড়পত্ৰ পেয়ে গেলেন। এই রেকর্ড ক্ৰিকেটের ঈশ্বর শচিন তেণ্ডুলকরের নামে ছিল। ২৫৯ ইনিংস খেলে তেণ্ডুলকর এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু কোহলি আরও দ্ৰুতগতিতে মাত্ৰ ২০৫টি ইনিংসেই এই মাইলস্টোন অর্জনে সক্ষম হলেন। কোহলি একদিবসীয় ম্যাচে ১০ হাজার ক্লাবে প্ৰবেশকারী পঞ্চম খেলোয়াড়। এর আগে শচীন তেণ্ডুলকর,সৌরভ গাঙ্গুলি,রাহুল দ্ৰাবিড়,মহেন্দ্ৰ সিং ধোনি এই সম্মানীয় ক্লাবে নাম লেখাতে সক্ষম হয়েছেন।
Begin typing your search above and press return to search.