
কোহিমাঃ নাগাল্যান্ডের ন্যাশনাল হেলথ মিশন কর্মচারী সংস্থা(এনইএএন)আজ দেশব্যাপী চলা একদিনের ধর্মঘটে অংশ নিয়েছে। দীর্ঘদিনের দাবি দাওয়া আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অল ইন্ডিয়া ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংস্থা(এআইএনএইচএমইএ)এই ধর্মঘট ডেকেছে।
সংস্থার দাবিগুলির মধ্যে অন্যতম হলো একই কাজে একই পরিমাণ বেতন,এনএইচএম কর্মীদের বেসিক সার্ভিস বেনিফিট,জিওএল নির্দেশিকা অনু্যায়ী এইচআর নীতি গঠন ও রূপায়ণ এবং চাকরি নিয়মিতকরণ ইত্যাদি। ১২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে এনএইচএম কর্মীরা এদিন সারা রাজ্যে কর্মবিরতি ও বিক্ষোভ প্ৰদর্শন কর্মসূচি পালন করেন।