নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার বলেন,ধর্ষণের বিরুদ্ধে ফৌজদারি(সংশোধনী)আইনটি এমাসের গোড়াতেই পাস হয়েছে। মহিলা ও যুবতীদের বিরুদ্ধে ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে এই কঠোর আইন শীঘ্ৰই কার্যকর হচ্ছে। ‘মহিলাদের প্ৰতি এধরনের অন্যায়-অবিচার কোনও সভ্য সমাজ বরদাস্ত করবে না। যারা ধর্ষণের মতো জঘন্য কাণ্ডে লিপ্ত হচ্ছে তাদের কিছুতেই সহ্য করবে না দেশ’। ফৌজাদারি অপরাধ(সংশোধনী)বিলটি পাস করানোর মাধ্যমে সংসদ ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শান্তির ব্যবস্থা করছে। প্ৰধানমন্ত্ৰী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ এই মন্তব্য করেন।