
হরিয়ানার মুখ্যমন্ত্ৰী মনোহর লাল খাট্টার সম্প্ৰতি ঘোষণা করেছেন যে ধর্ষণ,শ্লীলতাহানির মামলায় দোষী ব্যক্তি শুধু রেশন ছাড়া আর কোনও সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে অস্ত্ৰের লাইসেন্স,ড্ৰাইভিং লাইসেন্স,বার্ধক্য পেনশন ইত্যাদির জন্য যোগ্য বিবেচিত হবে না। খাট্টার বলেছেন,এধরনের মামলায় কোর্ট তাদের সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত এই সেবাসমূহ বাতিল থাকছে। অভিযুক্ত অপরাধী বা দোষী ঘোষিত হলে এধরনের সরকারি সুযোগ,সুবিধা আর পাবে না।