ধলার ঘটনায় আলফা(আই)জড়িত,দাবি ডিজিপি-র

ধলার ঘটনায় আলফা(আই)জড়িত,দাবি ডিজিপি-র
Published on

গুয়াহাটিঃ রাজ্যের তিনসুকিয়া জেলার ধলায় বৃহস্পতিবারের গণ হত্যাকাণ্ডের পিছনে আলফা(আই)জড়িত বলে দাবি করেছে অসম পুলিশ। তবে আলফা এক প্ৰেস বিবৃতি মারফত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সরাসরি অস্বীকার করেছে।

শুক্ৰবার এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিজিপি(স্পেশাল ব্ৰাঞ্চ)পল্লব ভট্টাচার্য বলেন,‘বৃহস্পতিবার তিনসুকিয়ার ধলায় গুলি চালনার ঘটনায় আলফা(আই)যে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। হত্যাকাণ্ডের পরপরই ক্যাডাররা অকুস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় মানুষ বলেছেন,ওই দলে পাঁচ থেকে ছয় জন সদস্য ছিল’।

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আলফা(আই)অস্বীকার করেছে-এ সম্পর্কে জানতে চাওয়া হলে ভট্টাচার্য বলেন,আলফা(আই)তাদের কৌশলগত কিছু কারণে এধরনের হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে না। তবে পরিস্থিতি তাদের অনুকূলে থাকলে তারা তার দায়িত্ব স্বীকার করে নেয়। ঘটনা সম্পর্কে পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি। সূত্ৰটি আরও বলেছে,বৃহস্পতিবারের ওই ঘটনার পর কোনও সোসাল মিডিয়ায় বিদ্বেষমূলক বার্তা প্ৰচার করা হচ্ছে কি না সেদিকেও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com