ধলা কাণ্ডঃ সোনোয়ালকে কঠোর পদক্ষেপ নিতে বললেন রাজনাথ

নয়াদিল্লিঃ অসমের তিনসুকিয়া জেলায় একই পরিবারের তিনজন সহ পাঁচ ব্যক্তির গণহত্যাকাণ্ডের ঠিক এক দিন পর শুক্ৰবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী আক্ৰমণকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন সোনোয়ালকে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী এই হত্যাকাণ্ডের তীব্ৰ নিন্দা করেছেন।
‘উজান অসমে নরসংহারে গভীর ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন,হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের হৃদয় বলতে কিছু নেই’-বলেন রাজনাথ।
‘আমি অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে ঘটনা সম্পর্কে কথা বলেছি এবং তাঁকে বলেছি এই জঘন্য ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর পদক্ষেপ নিতে।
এই ঘটনার পরিপ্ৰেক্ষিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের বরিষ্ঠ কর্মকর্তারা এক বৈঠকে অসমের গোটা আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন।