Begin typing your search above and press return to search.
ধলা কাণ্ডের নিন্দা করে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান হাগ্ৰামা,আবসু-র

কোকরাঝাড়ঃ তিনসুকিয়ার ধলায় ৫ ব্যক্তির হত্যাকাণ্ডের কড়া ভাষায় নিন্দা করেছেন বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি। বৃহস্পতিবার সন্ধ্যার ওই দুর্ভাগ্যজনক ঘটনায় শোক প্ৰকাশ করে মহিলারি বলেন,নিরীহ মানুষ মেরে কোনও সমস্যা মিটবে না। তিনি এই অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থানের বৃহত্তর স্বার্থে রাজ্যের সব মানুষকে সংযম বজায় রাখার আহ্বান জানান। বিদ্বেষমূলক প্ৰচার থেকে বিরত থাকারও আহ্বান জানান মহিলারি।
এদিকে সারা বড়ো ছাত্ৰ সংস্থার(আবসু)সাধারণ সম্পাদক লরেঞ্চ ইসলারি বলেন,তিনসুকিয়ায় নিরীহ মানুষের হত্যাকাণ্ডে আবসু গভীরভাবে দুঃখিত। তিনি বলেন সন্দেহভাজন জঙ্গিদের এই কাজ অত্যন্ত অমানবিক এবং ব্যাপকভাবে নিন্দার যোগ্য। আবসু সব দায়িত্বশীল নাগরিকদের এসময়ে প্ৰরোচনা ও বিদ্বেষমূলক প্ৰচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
Next Story