ধিং এক্সপ্ৰেস হিমাকে সংবর্ধনা দিল আসু

ধিং এক্সপ্ৰেস হিমাকে সংবর্ধনা দিল আসু
Published on

গুয়াহাটিঃ ভারতের নতুন অ্যাথলিট কুইন হিমা দাসকে সংবর্ধনা জানাতে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)সোমবার বিকেলে গুয়াহাটির লতাশিল মাঠে এক সভার আয়োজন করে। এদিন প্ৰায় ১৬০টি সংগঠন ধিং এক্সপ্ৰেসকে সংবর্ধনা জানায়। হিমাকে সংবর্ধনা জানিয়ে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,বিভিন্ন ইস্যু নিয়ে প্ৰতিবাদ জানাতে আসু শুরু পথে নামে না,তারা ক্ৰীড়া ব্যক্তিত্বেরও কদর করে এবং হিমাই হচ্ছে তার প্ৰকৃষ্ট উদাহরণ।

‘ওর প্ৰতি আমাদের খেয়াল রাখতে হবে। সংবর্ধনা বড় কথা নয়,ওকে শুধু সমর্থন দেওয়াই চেষ্টা আমরা করছি’। হিমা আসুরই একটা অংশ। আসুর ধিং ইউনিটের ক্ৰীড়া সচিবও সে। লতাশীলে আমাদের গণ সত্যাগ্ৰহে হিমা ইতিমধ্যেই অংশ নিয়েছে’-উল্লেখ করেন সমুজ্জ্বল। আসু সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেন,আসুর ইতিহাসে এই প্ৰথম কোনও ক্ৰীড়া ব্যক্তিত্বকে এভাবে সংবর্ধনা জানানো হচ্ছে এবং আশা করছি ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও হবে। আসুর সাধারণ সম্পাদক লুরিন জ্যোতি গগৈ বলেন,যেভাবে হিমা সাফল্য পেয়েছে সে ভাবেই আগামি দিনে সে শীর্ষে পৌঁছক আমরা তাই চাই। কান্দুলিমারির মতো একটা গ্ৰাম থেকে উঠে এসে হিমা প্ৰমাণ করেছে সে কতটা যেতে পারে। হিমার সাফল্যে আমরা গর্বিত। সরকার হিমার কোচিং ও প্ৰয়োজনীয় চাহিদা পূরণে সমর্থন দিয়েছে সরকার। আর এরজন্যই একটা ক্ৰীড়া নীতি প্ৰয়োজন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com