ধুবড়িতে পিতার কামনার শিকার নাবালিকা কন্যা

ধুবড়িতে পিতার কামনার শিকার নাবালিকা কন্যা
Published on

ধুবড়ি জেলার গৌরীপুরের পিয়াজবাড়িতে এক ন্যক্কারজনক ঘটনা মানবতাকে ভুলুন্ঠিত করেছে। নিজ পিতৃর হাতে কন্যা ধর্ষিতা হওয়ার ঘটনায় গোটা অঞ্চলে সৃষ্টি হয়েছে তীব্ৰ চাঞ্চল্যের। ধুবড়ির এই কলঙ্কিত ব্যক্তিটি নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে আসছিল। পত্নীর বাধায়ও কর্ণপাত করেনি লম্পট চরিত্ৰের এই ব্যক্তিটি। মায়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় মানুষ আজ ধর্ষণকারী ব্যক্তিটিকে আটক করে পুলিশের হাতে সমঝে দেন। বিভিন্ন সময়ে রাজ্যে ঘটে চলা ধর্ষণের ঘটনা ঠেকাতে সরকার কঠোর আইন আনলেও নিজেরই কন্যার ওপর নরপিশাচ পিতার এমন জঘন্য ঘটনায় অঞ্চলটিতে জোর প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি করেছে। এই ঘটনা কোনওভাবেই ক্ষমার যোগ্য নয় বলে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে স্থানীয় মানুষ ধর্ষক পিতাকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com