Begin typing your search above and press return to search.
ধুবড়িতে বিনামূল্যের চিকিৎসা শিবির

ধুবড়িঃ ধুবড়ির রাজা প্ৰভাতচন্দ্ৰ বড়ুয়া ময়দানে রবিবার বিনামূল্যের একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ধুবড়ি টাউন ক্লাব ও আইএমএ-র ধুবড়ি শাখার যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় শিবিরের। প্যাথলজিক্যাল টেস্ট ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
Next Story