ধুবড়ি আসনে বিজয়ী এআইইউডিএফ-এর বদরুদ্দিন আজমল

ধুবড়ি আসনে বিজয়ী এআইইউডিএফ-এর বদরুদ্দিন আজমল
Published on

ধুবড়ি লোকসভা আসনে এআইইউডিএফ প্ৰার্থী বদরুদ্দিন আজমল ৬,৬৪,৯৩৩টি ভোট পেয়ে নিকটতম প্ৰার্থী কংগ্ৰেসের আবু তাহের বেপারিকে পরাস্ত করেন। বেপারি পেয়েছেন ৪,৩৬,৫৩৪টি ভোট। দুলক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন আজমল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com