Begin typing your search above and press return to search.
ধুবড়ি জেলার উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করলেন মন্ত্ৰী ফণীভূষণ

ধুবড়িঃ রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের মন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী একদিনের ধুবড়ি জেলা সফরকালে মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে বিভাগীয় প্ৰধানের সঙ্গে চলতি এবং ঝুলে থাকা উন্নয়ন প্ৰকল্পগুলির কাজকর্মের পর্যালোচনা করেন। প্ৰতিটি বিভাগের কাজকর্মের রিপোর্ট শোনার পর মন্ত্ৰী জেলায় বিভিন্ন উন্নয়নের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন। পরবর্তী সময়ে তিনি সরাসরি প্ৰকল্পস্থলে গিয়ে কাজের অগ্ৰগতি সম্পর্কে খোঁজ নেবেন বলেও উল্লেখ করেন।
Next Story