মাওবাদীরা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে হত্যার চক্ৰান্ত করার রিপোর্ট প্ৰকাশ হওয়ার পর অসমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তুলেছে পুলিশ। বিতর্কিত নকশাল কমরেড প্ৰকাশ অসমের ঋতুপর্ণ গোস্বামী ওরফে নবীন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুরক্ষা বাহিনী।