নগাঁও,কাছাড় কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে ১১ সেপ্টেম্বর ৩৭নং জাতীয় সড়ক অবরোধ করছে কর্মী ইউনিয়ন

জাগিরোডঃ হিন্দুস্তান কাগজ নিগমের নগাঁও ও কাছাড় কাগজ কলের কর্মীরা দুটো প্ৰতিষ্ঠান পুনরুজ্জীবিত করার দাবিতে আগামি ১১ সেপ্টেম্বর এখানে নগাঁও কাগজ কলের সামনে ৩৭নং জাতীয় সড়ক অবরোধ করবেন। কাগজ কল ইউনিয়নের নেতারা বলেছেন,কাগজ কলদ্বয় ফের চালু করার দাবিতে তারা জাগিরোডে রেল অবরোধ এবং গুয়াহাটিতে মুখ্যমন্ত্ৰীর কার্যালয় ঘেরাও করার মতো বেশকিছু আন্দোলন কর্মসূচি হাতে নিচ্ছে। দুটো কাগজ কল খোলার ব্যাপারে আজ অবধি কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা কেন্দ্ৰ ও রাজ্য সরকারকে দোষারোপ করেন। গত বেশ কমাস ধরে কাগজ কলটি দুটি অকেজো পড়ে আছে। কর্মীরা কয়েক মাসের বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন।
‘কেন্দ্ৰীয় ও রাজ্য সরকার দুটো কাগজ কল খোলা হবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু আজ অবধি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ইউনিয়নের নেতারা যত তাড়াতাড়ি সম্ভব কল দুটি খোলার জন্য কেন্দ্ৰীয় ও রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন।