নগাঁওঃ বুরাচাপরি বন্যপ্ৰাণী অভয়ারণ্যের অধীন লাঠিমারী নদীদ্বীপ এলাকায় বৃহস্পতিবার সন্দেহভাজন নাগরিকদের একটা উত্তেজিত দল অভয়ারণ্যের ডিএফও জিতেন্দার কুমার এবং অন্যান্য বন কর্মীর ওপর শারীরিকভাবে আক্ৰমণ চালায়। এই ঘটনায় নগাঁওয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্ৰাপ্ত খবরে জানা গিয়েছে,উত্তেজিত লোকেদের আক্ৰমণে বন বিভাগের দুটি মারুতি জিপসি গাড়ির ক্ষতি হয়েছে। এই আক্ৰমণে দুজন বন আধিকারিক আহত হন। সূত্ৰটি বলেছে,রাজ্য সরকার বুরাচাপরি অভয়ারণ্য এলাকায় উচ্ছেদের নির্দেশ দিয়েছিল। ডিএফও তার দলবল নিয়ে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানের বিষয়টি খতিয়ে দেখতে বুরাচাপরির অধীনস্থ নদীদ্বীপ এলাকায় গিয়েছিলেন। বন কর্মীদের দলটি ওখানে পৌঁছনোর পর প্ৰায় ১৫০ জনের একটি উন্মত্ত জনতার দল বনবিভাগের গাড়ি দুটি আগলে ধরে। উত্তেজিত জনতার দলে নারী ও শিশুও ছিল। উত্তেজিত জনতা গাড়ি দুটি আগলে ধরে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ডিএফও জিতেন্দার কুমার ও তার দলের লোকেদের বিল,ঘুষি মারতে শুরু করে। মারমুখী জনতা গাড়ির কাচের জানালা ভেঙে ফেলে এবং ক্ষতিসাধন করে গাড়ির অন্যান্য অংশরেও।
এদিকে বন কর্মী এবং দুজন পিএসও কোনও ক্ৰমে ডিএফও জিতেন্দার কুমারকে বাঁচাতে সক্ষম হলেও মারমুখী জনতার আক্ৰমণে অন্য দুজন বনকর্মী আহত হন। খবর পেয়ে জুরিয়া পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্ৰণ করে। পরে ডিএফও জিতেন্দার কুমার এই প্ৰতিবেদককে বলেন,নদীদ্বীপ এলাকায় অবৈধভাবে বসতি গড়ে তোলা প্ৰায় ১০০টি পরিবারকে উচ্ছেদ করার জন্য রাজ্য সরকার উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দিয়েছিল। জবর দখলকারীরা ওই এলাকায় অবৈধভাবে বাড্ৰিও নির্মাণ করেছিল বলে তিনি উল্লেখ করেন। দখল করে রাখা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি বন কর্মীদের নিয়ে ওখানে গিয়েছিলেন বলে জানান। কিন্তু পথের মধ্যেই তাদের ওপর নির্বিচারে হামলা চালায় জবর দখলকারী এবং সন্দেহভাজন ব্যক্তিরা। বন বিভাগের দুটো গাড়িরও ক্ষতিষাধন করে তারা। ডিএফও বলেন,একটি জিপসি গাড়ির(নং এএস০২ভি-৬৮৬৬)-এর ব্যাপক হয়। তাঁর দলের দুজন কর্মী আহত হন। তিনি বলেন,সংখ্যালঘু সংগ্ৰাম পরিষদের নেতা আবু বক্কর সিদ্দিক-এর উস্কনিতে উত্তেজিত লোকরা এই আক্ৰমণ হেনেছে বলে তিনি অভি্যোগ করেন। ঘটনা সংক্ৰান্তে জুরিয়া থানায় একটি এফআইআর দাখিল করা হবে বলে তিনি জানান।