নগাঁওয়ে অজ্ঞাত দুষ্কৃতীর গুলিতে প্ৰাক্তন সেনা আধিকারিক নিহত

নগাঁওয়ে অজ্ঞাত দুষ্কৃতীর গুলিতে প্ৰাক্তন সেনা আধিকারিক নিহত
Published on

নগাঁওঃ বাইকে আসা অজ্ঞাত মুখোশধারী দুষ্কৃতীর গুলিতে নগাঁওয়ে একজন অবসরপ্ৰাপ্ত সেনা আধিকারিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৭-১৫ মিনিট নাগাদ নগাঁওয়ের ননৈ খাটরগাঁও গ্ৰামে। বাইকে আসা ওই দুষ্কৃতী নিজের বাড়ির লনে পায়চারি করার সময় সেনা আধিকারিক দীপেন নাথকে লক্ষ্য করে খুব কাছে থেকেই গুলি চালায়। গুলিবিদ্ধ নাথ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। হত্যাকারী গুলি চালিয়ে নিমেষে ওই স্থান থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com