নগাঁওয়ে আজমলের বিরুদ্ধে সাংবাদিক সংস্থার প্ৰতিবাদ

নগাঁওয়ে আজমলের বিরুদ্ধে সাংবাদিক সংস্থার প্ৰতিবাদ
Published on

একজন সাংবাদিককে অপদস্ত করার অভিযোগ উঠেছিল এআইইউডিএফ-এর সুপ্ৰিমো মওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে। কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্ৰান্তে আজমলের এহেন কার্যকলাপের বিরুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত আছে। এরই অংশ হিসেবে শনিবার নগাঁও জেলার সাংবাদিক সংস্থাগুলিও প্ৰতিবাদী কার্যসূচী রূপায়ণ করে।

সারা নগাঁও জেলা সাংবাদিক সংস্থা,নগাঁও জেলা বার্তাজীবী সঙ্ঘ,নগাঁও ইলেকট্ৰনিক মিডিয়া সংস্থা,আককুর নগাঁও জেলা সমিতি,জার্নালিস্ট ইউনিয়ন অফ অসমের নগাঁও জেলা সমিতি ইত্যাদি সাংবাদিক সংস্থাগুলি আজমলের বিরুদ্ধে প্ৰতিবাদী কার্যসূচী পালন করে। শুধু তাই নয়,প্ৰকাশ্যে একাজ করার জন্য আজমলকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন প্ৰতিবাদকারীরা। এক্ষেত্ৰে আজমলের বিরুদ্ধে প্ৰয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নগাঁওয়ের জেলাশাসকের মাধ্যমে লোকসভা অধ্যক্ষ এবং অসমের মুখ্যমন্ত্ৰীকে একটি স্মারকপত্ৰ প্ৰেরণ করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com