হরিনাম ধ্বনি,খোল,করতালের শব্দ,করতালি,সত্ৰীয়া সংস্কৃতি,বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি প্ৰদর্শনের মাধ্যমে আজ সকালে প্ৰাণবন্ত হয়ে ওঠে নগাঁওয়ের থালৈগাঁও অঞ্চল। নগাঁও জেলার বৃহত্তর হাতিচোং অঞ্চলের অধীন থালৈগাঁওয়ের শৈক্ষিক ও বৌদ্ধিক উত্তরণে গত ৫টা দশক ধরে প্ৰভুত অবদান রাখা ঐতিহ্যমণ্ডিত শ্ৰীশ্ৰী জগতগুরু গ্ৰন্থাগারের স্বর্ণজয়ন্তী তিনদিনের কর্মসূচিতে আজ এখানকার শ্ৰীমন্ত শঙ্করদেব বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে।
এউপলক্ষে এদিন বেলা ১০-৩০ নাগাদ বের করা হয় এক বর্ণাধ্য শোভাযাত্ৰা। ওই শোভাযাত্ৰায় আবাল,বৃদ্ধ,বণিতা সহ ৫০০-র বেশি মানুষ অংশগ্ৰঽণ করেন। শোভাযাত্ৰীরা প্ৰায় দুই কিলোমিটার পথ পরিক্ৰমা করে শঙ্করদেবের অমূল্য সৃষ্টিরাজি,অসমিয়া সংস্কৃতি এবং বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নৃত্য-গীত প্ৰদর্শন করে গ্ৰামবাসীকে মন্ত্ৰমুগ্ধ করে রাখেন। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনাচক্ৰ। সন্ধ্যায় প্ৰদীপ জ্বালানোর পর মহিলারা ‘হরিশচন্দ্ৰ পালা’ মঞ্চস্থ করবেন।
আগামিকাল বৃক্ষরোপণ,আবৃত্তি,আকস্মিক বক্তৃতা ও কুইজ প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এতে আমন্ত্ৰিত কিছু শিল্পী উপস্থিত থাকবেন। ২৮ তারিখ চিত্ৰাঙ্কন প্ৰতিযোগিতা শেষে আলোচনাচক্ৰ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক ড.লক্ষীনন্দন বরা। শঙ্করী সাহিত্যিক গবেষক পণ্ডিত ড. সঞ্জীব বরকাকতির সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনাচক্ৰে বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন বটদ্ৰবার বিধায়ক আঙুরলতা ডেকা।