নগাঁওয়ে বিজেপি প্ৰার্থী রূপক শর্মার মনোনয়নপত্ৰ দাখিল

নগাঁওঃ রাজ্যে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের জন্য আজ ছিল মনোনয়নপত্ৰ দাখিলের অন্তিম দিন। সেই অনু্যায়ী বিজেপির নগাঁও লোকসভা কেন্দ্ৰের প্ৰার্থী রূপক শর্মা আজ তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন। লোকসভা নির্বাচনে নগাঁও কেন্দ্ৰে বিজেপির টিকিট নিশ্চিত হওয়ার পর শর্মা সহস্ৰাধিক সমর্থককে নিয়ে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন জেলাশাসকের কার্যালয়ে।
এদিন মনোনয়ন দাখিলের আগে শর্মা হনুমান মন্দির ও জগন্নাথ মন্দিরে গিয়ে ইশ্বরের আশীর্বাদ নেন। পত্নী ছাড়াও সহস্ৰাধিক সমর্থক তাঁকে সঙ্গ দেন। জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্ৰ দাখিলের সময় শর্মার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,মন্ত্ৰী পীযূষ হাজরিকা,বিধায়ক আঙুরলতা ডেকা ও অন্যান্য নেতারা।
রূপক শর্মাকে সঙ্গ দেওয়া ছাড়াও মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এদিন কংগ্ৰেস-এআইইউডিএফ আঁতাত নিয়েও সোচ্চার হন।
অন্যদিকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,নরেন্দ্ৰ মোদি আবার দেশের প্ৰধানমন্ত্ৰী হবেন। কংগ্ৰেস-এআইইউডিএফ বিজেপির কোনও ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেন সোনোয়াল।