Begin typing your search above and press return to search.

নগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতদের নিকটাত্মীয়কে ২.৫ লক্ষ টাকা এককালীন সাহায্য ঘোষণা সরকারের

নগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতদের নিকটাত্মীয়কে ২.৫ লক্ষ টাকা এককালীন সাহায্য ঘোষণা সরকারের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Sep 2018 10:24 AM GMT

নগাঁওঃ নগাঁও জেলার জুরিয়া থানা এলাকার উত্তর খাটোয়াল গ্ৰামে শুক্ৰবার একটি পুকুরে জলে ঝুলে থাকা একটি হাই টেনশন বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাতজন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন। এদিকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এই মর্মান্তিক ঘটনার ম্যাজিস্ট্ৰেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার মৃত ব্যক্তিদের প্ৰত্যেক নিকটাত্মীয়র জন্য এককালীন ২.৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে। এই ঘটনার পর রাজ্য সরকার এপিডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর পুরু গুপ্তাকে বদলি করেছে। গুপ্তাকে শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনারের বাড়তি দায়িত্ব ছাড়াও রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের সচিব পদে বহাল করা হয়েছে।

ঘটনার বিবরণে প্ৰকাশ,১২জন লোক ওই পুকুরে মাছ ধরতে এসে পুকুর ছুয়ে থাকা ১১ হাজার ভল্টের বিদ্যুৎ পরিবহী তারের সংস্পর্শে চলে আসায় ঘটনস্থলেই সাত জনের মৃত্যু হয়। নিহতদের ইনামুল হক,রফিকুল ইসলাম,মইনুল হক,হবিবুর রহমান,আনিসুর রহমান,আশিকুল ইসলাম এবং আনজারুল ইসলাম নামে শনাক্ত করা হয়েছে। গ্ৰামবাসীরা গতকাল ভোরে বিদ্যুৎ বিভাগকে তারটি পুকুরের বুকে ঝুলে পড়ার খবর দিয়েছিলেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে তাদের জানানো হয় যে ওই তার দিয়ে বিদ্যুৎ প্ৰবাহিত হচ্ছে না। এর ঘন্টা খানেক পরই ওই বারো ব্যক্তি মাছ ধরতে পুকুরে নামা মাত্ৰই বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা কোনওক্ৰমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর গ্ৰামের ক্ৰুদ্ধ জনতা বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ফকরুল ইসলামের বাড়িতে চড়াও হয়ে তার গাড়িটির ক্ষতি করেন। এই ঘটনার প্ৰতিবাদে আমসুর বিভিন্ন ইউনিট জেলার বিভিন্ন স্থানে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে এবং বিদ্যুৎমন্ত্ৰী তপন গগৈর কুশপুতুল পোড়ায়।

Next Story
সংবাদ শিরোনাম