নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১০

নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১০
Published on

নগাঁও জেলার কচুয়া শিঙিমারিতে শুক্ৰবার রাতে প্ৰতিমা নিরঞ্জন সেরে ফেরার পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একটি টাটা ম্যাজিক নিয়ন্ত্ৰণ হারিয়ে পথের ওপর উল্টে যায়। গাড়ির ৩০ জন আরোহীর মধ্যে ১০ জন আহত হন। আহতদের পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। তাদের নগাঁও চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে।

উল্লেখযোগ্য যে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্ৰথমে শিঙিমারি রাজ্য চিকিৎসালয়ে ভর্তি করানো হয় যদিও চিকিৎসালয়ে ডাক্তার না থাকায় সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির। পরে কচুয়া পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্ৰণ করে। দুর্ঘটনার শিকার গাড়ির নম্বর এএস০২বিসি৪৯৪৮।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com